1. live@dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ : দৈনিক বিশ্বগ্রাম নিউজ
  2. info@www.dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ :
সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৪৯ অপরাহ্ন

পাগলা মসজিদের সিন্দুকে পাগলি প্রেমিকার চিঠি

কিশোরগঞ্জ অফিসঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৮ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জরিপোর্টারঃপ্রতিবারই কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স খোলার পর টাকা-পয়সা, সোনাদানা, বিদেশি মুদ্রাসহ নানান জিনিসের সঙ্গে পাওয়া যায় মনবাসনা জানিয়ে বিভিন্ন চিঠি। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। এবার পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে এক প্রেমিকার চিঠি। শনিবার (২০ এপ্রিল)  পাগলা মসজিদের দান বাক্স খোলার পর চিঠিটি পাওয়া যায়। চিঠিতে হাতে লেখা ছিল— একজন প্রেমিকার ভালোবাসা না পাওয়ার আকুতি, সেই সঙ্গে প্রেমিককে ফিরে পাওয়ার প্রার্থনা।নাম পরিচয়হীন ওই প্রেমিকার চিঠিতে লেখা ছিল, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম। হে আল্লাহ সমস্ত প্রশংসা শুধু তোমার জন্য। হে আল্লাহ আমি একটা ছেলেকে অনেক পছন্দ করি। আর সেও আমাকে। আমরা বিয়ে করতে চাই। কিন্তু তার মা-বাবা-ভাই মেনে নেয় না। আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে বলি আমার পছন্দের মানুষের ফ্যামিলি যেন আমাদের মেনে নেয়। তুমি এই তৌফিক দান করো। আমিন।’উল্লেখ্য, এবার ৪ মাস দশদিন পর খোলা হলো পাগলা মসজিদের ৯টি দান বাক্স। যেখানে রেকর্ড পরিমাণ ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। মাদ্রাসার শিক্ষার্থী কমিটির লোকজন, কর্মকর্তা-কর্মচারীসহ দুই শতাধিক লোকের সমন্বয়ে চলছে টাকা গণনার কাজ।এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর তিন মাস ২০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ২৩ বস্তায় ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল। ঐতিহাসিক এই মসজিদের দানবাক্সে একসঙ্গে এতো টাকা পাওয়াটা তখন ছিল নতুন রেকর্ড। এবার সে রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।এছাড়াও মসজিদে নিয়মিত হাঁস-মুরগি, গরু-ছাগলসহ বিভিন্ন ধরনের জিনিসপত্র দান করেন বিভিন্ন জেলা থেকে আসা অসংখ্য মানুষ।জেলা শহরের হারুয়া এলাকায় নরসুন্দার তীরে প্রায় ১০ শতাংশ জমিতে পাগলা মসজিদ গড়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত