1. live@dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ : দৈনিক বিশ্বগ্রাম নিউজ
  2. info@www.dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ :
সোমবার, ২০ মে ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন

ইবিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস দিবস পালিত

ইবিথানা অফিসঃ
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪
  • ২৪ বার পড়া হয়েছে
ইবিথানা রিপোর্টারঃইবিতে পরিচ্ছন্ন ক্যাম্পাস দিবস পালিত হয়েছে।’বিশুদ্ধ বায়ু-দীর্ঘ আয়ু-উজ্জ্বল ভবিষ্যৎ’এই স্লোগানকে সামনে নিয়ে দিবসটি পালন করা হয়।সরকারের এপিএ’র কর্মসূচি হিসেবে গত ৩০ এপ্রিল বেলা সোয়া ১১টার দিকে ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস’ নামে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের সামনে থেকে র‌্যালি করে অনুষদ ভবন সংলগ্ন বাংলা মঞ্চে এসে শেষ হয়।কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমীন আরা সাথী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি শিরীনা বিথী, রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, এপিএ বাস্তবায়ন টিমের ফোকাল পয়েন্ট চন্দন কুমার দাস সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা, রোভার ও বিএনসিসির সদস্যরা ছিলেন।তথ্য সূত্রে জানা গেছে, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) অংশ হিসেবে এই কার্যক্রম চালানো হয়। এপ্রিলের মধ্যেই এ ধরণের একটি কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল। মঙ্গলবার (৩০ এপ্রিল) টার্গেট পূরণের শেষ দিন। কার্যক্রম পরিচালনার পর তথ্য আপডেট করলে এপিএ স্কোরে সেটি যুক্ত হবে।এপিএ সংশ্লিষ্ট কর্মকর্তা চন্দন দাস বলেন, পরিচ্ছন্নতা অভিযান একটি চলমান প্রক্রিয়া। শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এবং কার্যক্রম তড়ান্বিত করতে এই কার্যক্রম পরিচালনা করা হয়েছে। তীব্র গরমের কারণে আমরা শিক্ষার্থীদের যুক্ত করিনি। এছাড়া আমবাগান এলাকায় চারটি ডাস্টবিন স্থাপন করা হয়েছে। জুনের পরে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন বিভাগ ও সামজিক সংগঠনগুলোকে জানানোর একটি পরিকল্পনা রয়েছে।উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, এপিএ কার্যক্রমের অংশ হিসেবে ক্যাম্পাসের পরিচ্ছন্নতা অভিযান শুরু করলাম। এটা অলরেডি কন্টিনিউয়াস আছে। বিশ্ববিদ্যালয়ের সকলকে উদ্বুব্দ করার জন্য এই কার্যক্রম করেছি। শুধু’শরীরের নয়, মনের ময়লাও যেন আমরা পরিষ্কার করি’ এই আহ্বান সবার প্রতি থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত