1. live@dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ : দৈনিক বিশ্বগ্রাম নিউজ
  2. info@www.dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ :
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন

নতুন শিক্ষাক্রমে লিখিত পরীক্ষায় ফিরছে

ঢাকা অফিসঃ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃঅভিভাবকদের ক্ষোভ সামাল দিতে নতুন পাঠ্যক্রমে লিখিত পরীক্ষায় ফিরছে মূল্যায়ন পদ্ধতি। ৫০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। বাকি ৫০ নম্বরের এক্সার্সাইজ হবে। তবে পরীক্ষা মানে গতানুগতিক প্রশ্নের উত্তর লিখতে হবে না। পাঠ-এক্সার্সাইজ থেকে লিখতে হবে সৃজনশীল অনুধাবন করে।শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত ‘শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্তকরণ সংক্রান্ত কমিটি’র সংশ্লিষ্টদের সূত্রে এ তথ্য পাওয়া গেছে।নতুন শিক্ষাক্রমের পরীক্ষা পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনার পর মাধ্যমিক পরীক্ষায় লিখিত অংশে নম্বর বাড়ানো হচ্ছে। নতুন পাঠ্যক্রমে পরীক্ষা নেই, নম্বর নেই। শিক্ষার্থীরা কিছু শিখছে না। লেখাপড়া থেকে দূরে সরে যাচ্ছে ছেলেমেয়েরা- এমন সব অভিযোগ অভিভাবকদের। এই পাঠ্যক্রমের বিরোধিতা করে সোস্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা করেছেন। প্রকাশ্যে সভা-সমাবেশ পর্যন্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটকও হয়েছেন কয়েকজন অভিভাবক। এরপর শিক্ষাক্রম বাস্তবায়ন ও মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত করতে এই কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।জানা গেছে, এসএসসির মূল্যায়ন পদ্ধতি ঠিক করতে গঠিত উচ্চপর্যায়ের কমিটি ‘লিখিত পরীক্ষায়’ ৫০ শতাংশ নম্বর রাখার সুপারিশ প্রস্তুত করেছে।এতে বলা হয়েছে, নবম ও দশম শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে ৫০ শতাংশ শিখনকালীন মূল্যায়ন এবং বাকি ৫০ শতাংশ সামষ্টিক মূল্যায়ন করা হবে। তবে সরকারের কর্মকর্তারা বলছেন, লিখিত অংশ থাকলেও সেটি আগের পরীক্ষার মতো হবে না।এ প্রসঙ্গে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক মো. মশিউজ্জামান আমাদের সময়কে বলেন, পরীক্ষা না রাখার ব্যাপারে সিদ্ধান্ত থাকলেও অভিভাবকদের চাপে লিখিত পরীক্ষা রাখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত