1. live@dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ : দৈনিক বিশ্বগ্রাম নিউজ
  2. info@www.dainikbishwogramnews.online : দৈনিক বিশ্বগ্রাম নিউজ :
সোমবার, ২০ মে ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

ইবিতে বিএসসি ইঞ্জিঃ সহ বিএসসি অনার্সের দাবিতে স্মারকলিপি

ইবিথানা অফিসঃ
  • প্রকাশিত: শনিবার, ৪ মে, ২০২৪
  • ২২ বার পড়া হয়েছে

শাহানেওয়াজ আলী,ইবিথানাঃইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি স্নাতক অনার্স (সম্মান) সনদ প্রদানের দাবি জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের শিক্ষার্থীরা। দাবি নিয়ে মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেল তিনটার দিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়। সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন স্মারকলিপিটি গ্রহণ করেন।স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, বর্তমান কারিকুলাম অনুযায়ী স্নাতক ইঞ্জিনিয়ারিং সনদ প্রদান করা হয়। স্নাতক অনার্স সনদ না থাকায় বিসিএসসহ (শিক্ষা) বিভিন্ন সরকারি এবং বেসরকারি নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছেন না তারা। তারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রির পাশাপাশি বিএসসি ডিগ্রি প্রদানের দাবি জানান।শিক্ষার্থীরা বলেন, অনুষদীয় সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে গত বছরের ২৮ মে বিশ্ববিদ্যালয়ের ১২৬তম একাডেমিক কাউন্সিলে সমতুল্য ডিগ্রি প্রদানের বিষয়টি পাস এবং ২৫৯তম সিন্ডিকেটেও অনুমোদিত হয়। আমরা সে অনুযায়ী বিসিএস, শিক্ষক নিবন্ধনসহ অন্যান্য চাকরিতে আবেদন করি। পরবর্তীতে সমতুল্য সনদপত্র উত্তোলন করতে গেলে জানতে পারি ১২৭তম একাডেমিক কাউন্সিলে পূর্বের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। এমতাবস্থায় আমরা যদি সমতুল্য সম্মান সনদপত্র না পাই তাহলে সকল চাকরির আবেদন বাতিল হয়ে যাবে এবং ভবিষ্যতে উক্ত সুবিধা থেকে বিভাগের সকল শিক্ষার্থীরা বঞ্চিত হবে।রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক ইঞ্জিনিয়ারিং সনদের সাপেক্ষে স্নাতক (সম্মান) সমতুল্য সনদপত্র প্রদান করা হয় বলে শিক্ষার্থীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়।শিক্ষার্থীরা স্মারকলিপি নিয়ে দুপুরে উপাচার্যের কার্যালয়ে যান। এ সময় উপাচার্য কার্যালয়ে না থাকায় তারা তার বাসভবনের সামনে যান। সেখানে সহকারী প্রক্টর অধ্যাপক ড. আমজাদ হোসেন প্রশাসনের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন।এ বিষয়ে অধ্যাপক ড. আমজাদ হোসেন বলেন, শিক্ষার্থীরা দাবি নিয়ে এলে আমি গ্রহণ করে উপাচার্যের একান্ত সচিবকে দিয়েছি। পরবর্তীতে উপাচার্য স্যারকেও বিষয়টি জানিয়েছি। তিনি বলেছেন, যেহেতু একাডেমিক কাউন্সিলে পূর্বের সিদ্ধান্ত বাতিল হয়েছে। তাই বিভাগ ও অনুষদের মাধ্যমে আবারও বিষয়টি একাডেমিক কাউন্সিলে এলে এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত